দেশপ্রেম

কবিতা | ফিরোজ হুমায়ুন

সেদিন ছিল সবার উপর দেশপ্রেম, জীবন দেব বলি,
আজ নিজের জান বাঁচাও রে ভাই, নিজেই যেন বাঁচি।
সেদিন ছিল আত্মসম্মান আকাশচুম্বী এক জাতি,
আজ নিজের কথা ভাবি, শুধু নিজের কথা ভাবি।
সেদিন মায়েরা বলেছিল : আগে দেশ তারপর আমি,
আজ মায়েরা বলে : নিজের কথা ভাবো, দেশের কথা ভাববে অন্তর্যামী।
সেদিন ছিল এক জাতি, এক দেশ,
আজও আছে এক দেশ, কিন্তু নাইকো দলের শেষ।
সেদিন ছিল অনেক দল, অনেক মত,
তবে ঠিকানা ছিল একটাই রাজপথ, রাজপথ।
আজও আছে অনেক দল, কিন্তু কোনো একতা নাই,
তবে ঠিকানাটা কারো কারো বেগমপাড়া ভাই।
সেদিন ছিলাম মূল্যবোধে বলীয়ান এক দেশ,
আজ চিহ্নও পাবে না কোথাও তার, মূল্যবোধ সব শেষ।
সেদিন মানবিক মূল্যবোধ, গণতন্ত্র এসব ছিল আমাদের চেতনা,
আজ চেতনা একটা ব্যবসা, ওসব পুরোনো কথা ভুল করেও ভেবো না।
সেদিন ছিলাম ভাই ভাই, ছিল হাতে হাত, কাঁধে কাঁধ,
আজ দুই মেরুতে দুজন মাঝে সুউচ্চ বিরোধের বাঁধ।
সেদিন ছিল সবার থেকে দেশ বড়,
আজ সবার থেকে নেতা বড়, দেশের কথা গুল্লি মারো।
সেদিন ছিল একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি,
আজ গাড়ি-বাড়ির জন্য তেল মারি।
সেদিন ছিল ভালোবাসা আর সম্প্রীতি দেশ,
আজ শুধু হানাহানি ওসবের কোনোটাই নাই অবশেষ।
সেদিন ছিল বিদ্যা-বুদ্ধি ও মেধার কদর,

আজ শুধু দলবাজি আর চাপাবাজির দখল।
সেদিনের বুদ্ধিজীবী তার নীতি-আদর্শে যেত চেনা,
আজ নীতি-আদর্শের নেই বালাই, তাদের পয়সা দিয়ে যায় কেনা।

—-
ফিরোজ হুমায়ুন

Pin It on Pinterest

Share This